ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকির ওপর মিডিয়া নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার ভিসা অনুমোদনের পূর্বশর্ত হিসেবে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। নিষেধাজ্ঞা অনুসারে আল মালিকি কোনো গণমাধ্যম বা সাংবাদিকের সঙ্গে কথা বলতে পারবেন না।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিষয়টি নিশ্চিত করেছেন। খবর মিডিল ইস্ট মনিটরের।
শনিবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, মার্কিন কর্তৃপক্ষ ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলতে নিষেধ করেছে।
বিন ফারহান বলেন, ‘মার্কিন সরকার রিয়াদ আল মালিকির ওপর বিধিনিষেধ আরোপ করেছে, যার কারণে তিনি গণমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না বা গণমাধ্যমের সঙ্গে কোনোভাবে জড়িত হতে পারবেন না।’
সিএনএন তুর্ক ও হুরিয়েতের সাংবাদিক ইউনুস পাকসয় এ প্রসঙ্গে বিন ফারহানকে প্রশ্ন করেন, ‘তিনি (রিয়াদ আল মালিকি) কথা বললে কী হবে?’ সৌদি মন্ত্রী এর জবাবে বলেন, ‘এতে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’
এ সংবাদ সম্মেলন ও বক্তব্যের পর বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, ওয়াশিংটন ও জো বাইডেন প্রশাসন ভিসা অনুমোদনের পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর গণমাধ্যমের সঙ্গে কথা বলার ওপর বিধিনিষেধ আরোপ করেছে।
তবে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইনে ভিসার রেকর্ডগুলো গোপনীয়, তাই আমরা কোনো পৃথক ভিসা সংক্রান্ত বিবরণ নিয়ে আলোচনা করতে পারি না। তবে যুক্তরাষ্ট্র অভিবাসন আইনে এমন কোনো বিধান নেই যাতে কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলা নিষিদ্ধ করে এবং আমরা এমন কোনো বিধিনিষেধ আরোপ করিনি যা কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করে।’
যদিও আল মালিকির ওপর বিধিনিষেধ আরোপের তথ্যটি এখনো যাচাই করা সম্ভব হয়নি, তবুও বিন ফারহানের বক্তব্যকেই অনেকে এ তথ্যের নিশ্চয়তা বলে ধরে নিচ্ছেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]