
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নারী অধিকার ও মানবাধিকারের লড়াকু সৈনিক নার্গিস মোহাম্মাদি। ১০ ডিসেম্বর, রবিবার তার দুই জমজ সন্তানের হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় তার দুই সন্তানের মাঝখানে একটি ফাঁকা চেয়ার রাখা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই অনুষ্ঠানে নার্গিস মোহাম্মাদির জন্য তার দুই সন্তানের আসনের মাঝখানে একটি ফাঁকা চেয়ার রাখা হয়। এদিন সাহিত্য, রসায়ন, পদার্থ ও অর্থনীতিতে নোবেলজয়ীদেরও পুরস্কার তুলে দেওয়া হয়।
ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ বছর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন দীর্ঘদিন যাবৎ কারাবন্দি নার্গিস মোহাম্মাদি। বর্তমানে তিনি তেহরানের একটি কারাগারে রয়েছেন।
নোবেল পুরস্কার নেওয়ার সময় নার্গিস মোহাম্মাদির মেয়ে কিয়ানা রহমানি ও ছেলে আলি রহমান মায়ের পক্ষ থেকে ভাষণ দেন। এই ভাষণটি তাদের মা কারাগার থেকে পাঠান।
১০ বছরের সাজাপ্রাপ্ত এই নোবেলজয়ী জেল থেকে বলেছেন, “ইরানের বাসিন্দারা দমন-পীড়ন ও কর্তৃত্ববাদকে অবশ্যই জয় করবে।”
এ পর্যন্ত ১৩ বার গ্রেফতার হয়েছেন নার্গিস মোহাম্মাদি। পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন এবং ৩১ বছরের কারাদণ্ড পেয়েছেন। বর্তমানে তিনি কারাভোগ করছেন প্রোপাগান্ডা ছড়ানোর দায়ে।
নার্গিস মোহাম্মদীর স্বামী তাঘি রহমানিও একজন অধিকারকর্মী। বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্বাসিত জীবন যাপন করছেন। তার সঙ্গে রয়েছে তাদের কন্যা কিয়ানা ও ছেলে আলি রহমান। মা জেলে থাকায় মায়ের পক্ষে তারাই পুরস্কার গ্রহণ করেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]