
সমুদ্র সৈকত, স্কুলের আশপাশের এলাকা, পার্কসহ বিভিন্ন জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে ফ্রান্স। তরুণদের মধ্যে জনপ্রিয় ডিজপোজেবল ই-সিগারেটও নিষিদ্ধ করছে দেশটির সরকার।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী অরেলিন রুসো সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ২০৩২ সালের ভিতর মাদকমুক্ত প্রজন্ম নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন। এর প্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে ধূমপান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে।
ফ্রান্সে এখন ৭ হাজার ২০০টি ধূমপান মুক্ত এলাকা রয়েছে। এখন থেকে সব এলাকাই ধূমপান মুক্ত এলাকা হয়ে উঠবে।
তিনি আরও বলেন, সব ধরনের সিগারেটের ওপর ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। রুশো বলেন, বর্তমানে ফ্রান্সে এক প্যাকেট সিগারেটের দাম ১১ ইউরো ( ১২ ডলার)। ২০২৫ সালের ভেতর ১২ ইউরো এবং পরের বছর ১৩ ইউরো নির্ধারণ করা হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]