রাশিয়ার তৈরি সুখোই সু-৩৫ যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এরইমধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে।
২৮ নভেম্বর, মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানান।
তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে উঠেছে। ইরানের বিমানবাহিনীতে নামমাত্র কয়েকটি যুদ্ধবিমান রয়েছে। এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের পুরোনো মডেলের (ইসলামী বিপ্লবের আগেকার) কিছু বিমান আছে।
ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহদি ফারাহি বলেন, ইরানের সেনাবাহিনীর যুদ্ধ (কমবেট) ইউনিটে সুখোই সু-৩৫ যুদ্ধবিমান, মিল মি-২৮ হামলা করতে সক্ষম হেলিকপ্টার ও ইয়াক-১৩০ মডেলের কয়েকটি প্রশিক্ষণ যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। তবে তাসনিম তাদের প্রতিবেদনে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের চুক্তি হয়েছে বলে কোনো ধরনের তথ্য নিশ্চিত করতে পারেনি।
উল্লেখ্য, ২০১৮ সালে ইরান নিজেদের বিমানবাহিনীতে ব্যবহার করার জন্য নিজেদের নকশায় কাউসার নামে যুদ্ধবিমান তৈরি করতে শুরু করে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]