শিরোনাম
দিল্লি পুলিশের জালে ‘মোস্ট ওয়ান্টেড’ আইএস জঙ্গি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ২১:৪৪
দিল্লি পুলিশের জালে ‘মোস্ট ওয়ান্টেড’ আইএস জঙ্গি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পুলিশের হাতে ধরা পড়েছে আইএস জঙ্গি নেতা মোহাম্মদ শাহনাওয়াজ।


২ অক্টোবর, সোমবার দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে গ্রেফতার করেছে। আইএসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক হয়েছে আরও দুজনকে।


দিল্লি পুলিশ জানিয়েছে, জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ধৃত আইএস জঙ্গি মোহাম্মদ শাহনাওয়াজ ওরফে শফিউজ্জমানের মাথার দাম ছিল তিন লাখ টাকা।


দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে পেশায় ইঞ্জিনিয়ার শাহনওয়াজ পুণের আইএস মডিউলের সদস্য।


শাহনাওয়াজ পুণে পুলিশের হেফাজত থেকে পালিয়ে দিল্লি এসেছিলেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।


আটককৃত বাকি দুজনের নাম রিজওয়ান আবদুল হাজি আলি এবং আবদুল্লাহ ফৈয়াজ শেখ বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।


এই দুজনও পুণে মডিউলের সদস্য বলে দাবি পুলিশের। দিল্লি পুলিশের প্রাথমিক ধারনা হলো, শাহনেওয়াজসহ তিন জঙ্গি দিল্লিসহ উত্তর ভারতের কিছু অংশে নাশকতার ছক কষছিল।


তাদের কাছ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসে (আইইডি) ব্যবহারযোগ্য বিশেষ রাসায়নিক উদ্ধার করা হয়েছে।


এ বিষয়ে তদন্তের জন্য ধৃতদের এনআইএর হাতে তুলে দেওয়া হতে পারে। প্রসঙ্গত, এই নিয়ে আইএসের পুণে মডিউলের মোট সাত জনকে গ্রেফতার করা হল।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com