
সাইবার আক্রমণের শিকার হয়েছে ব্রিটিশ রাজ পরিবারের ওয়েবসাইট। এই হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত বলেও দাবি করেছে যুক্তরাজ্যের একাধিক গণমাধ্যম।
রবিবার (১ অক্টোবর) সাইবার হামলার শিকার হওয়ার পর ভোরে রাজপরিবারের অফিসিয়াল ওয়েবসাইটটি প্রায় দেড় ঘণ্টা বন্ধ হয়ে যায়। ওয়েবসাইটের সিস্টেমে প্রবেশ করা যায়নি। পরে সেটি পুনরুদ্ধার করা হয় বলেও জানানো হয়েছে। খবর টেলিগ্রাফের।
স্কাই নিউজের উপস্থাপক ক্যারোলিন দি রুসো জানান, আমরা মাত্রই জানতে পেরেছি, রুশ হ্যাকাররা ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে দায় স্বীকার করা হয়েছে। তাই আপনি যদি এখন ওই ওয়েবসাইটে প্রবেশ করতে চান, তাহলে তা করতে পারবেন না।
যদিও টেলিগ্রামে দেয়া এক পোস্টে রুশ হ্যাকার গ্রুপ ‘কিলনেট’ রবিবারের এই সাইবার হামলার দায় স্বীকার করেছে বলে জানানো হয়।
তবে এই হামলা রাজপরিবারের ওয়েবসাইটের বড় কোনো ক্ষতি করতে পারেনি বলে যুক্তরাজ্য সরকার জানিয়েছে। ঘণ্টা দেড়েক পর সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়।
ইউক্রেন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোর বিভিন্ন ওয়েবসাইটে হামলার জন্য পরিচিত কিলনেট। বিশেষ করে গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর রাশিয়ার এই সাইবার গ্রুপ আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে হ্যাকিংয়ের দাবি করেছিল কিলনেট।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]