
ফ্রান্সে ক্রমবর্ধমান ছারপোকার ছড়িয়ে পড়ায় সৃষ্ট সংকটে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ১৯৫০-এর দশকে ছারপোকা থেকে মুক্তি পেলেও, কয়েক দশক ধরে এটি আবারও বাড়তে শুরু করেছে। সম্প্রতি প্যারিসের স্থানীয় পরিবহণ ব্যবস্থা, দ্রুতগতির ট্রেন ও শার্ল দ্য গোল বিমানবন্দরে ছারপোকার উপস্থিতির বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর ফ্রান্সজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্যারিস সিটি হল বলছে, আগামী বছর অলিম্পিক গেমস শুরু হওয়ার আগে রক্তচোষা ছারপোকা দমন করতে হবে। পরিবহনমন্ত্রী রেল ও বাস পরিচালনা কোম্পানিকে তলব করতে যাচ্ছেন যাতে করে এগুলোর সিটে এসব পোকার বিস্তার ঠেকানো যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
স্থানীয় দৈনিক পত্রিকা লে প্যারিসিয়েন এ বিষয়ে বড় এক প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে ছারপোকা সমস্যার নাম দেওয়া হয়েছে ‘ঘরোয়া ত্রাস’।
ছারপোকা দমনে ফ্রান্স সরকারের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবহনমন্ত্রী ক্লিমেন্ট বিউন বলেছেন, সরকারি পরিবহণ পরিচালনাকারী কোম্পানিগুলোকে ছারপোকা মোকাবেলায় পদক্ষেপ নিতে হবে। প্যারিস সিটি হলের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নকে ছারপোকা নিধনে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন।
প্যারিসের ডেপুটি মেয়র ইমানুয়েল গ্রেগরি ফ্রেঞ্চ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যেকোনো স্থান থেকে ছারপোকা আপনার সঙ্গে বাড়িতে চলে আসতে পারে। সেখানে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত এগুলো শনাক্ত করা যায় না। তার অবিলম্বে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
ছারপোকা নিয়ে ফ্রান্সের বামপন্থি দলের প্রধান ম্যাথিল্ড প্যানোট বলেছেন, এটি একটি জনস্বাস্থ্য সমস্যা এবং সরকারের এটি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
উল্লেখ্য, ছারপোকা মানুষের রক্ত চোষে এবং এতে অনেকে চুলকানি, ঘুমের ব্যাঘাত, উদ্বেগ ও বিষণ্নতার মতো সমস্যায় ভুগতে পারে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]