শিরোনাম
অবশেষে পদত্যাগ করলেন কানাডার স্পিকার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:৩৭
অবশেষে পদত্যাগ করলেন কানাডার স্পিকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবশেষে পদত্যাগই করলেন কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের স্পিকার।


২৭ সেপ্টেম্বর, বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


গত শুক্রবার পার্লামেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হয়ে কাজ করা এক সেনার প্রশংসা করেন স্পিকার অ্যান্থনি রোটা। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। একপর্যায়ে ক্ষমা চেয়ে বিবৃতিও দেন তিনি। তবে শেষমেশ আজ পদত্যাগ করলেন।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের কথা জানান রোটা। তিনি বলেন, আমাকে অবশ্যই আপনাদের স্পিকার হিসেবে পদত্যাগ করতে হবে।


এসময় তিনি পুনরায় ওই সেনার প্রশংসা করার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন।


বিবার্তা/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com