লন্ডন পুলিশে বিদ্রোহ দেখা দিয়েছে। পরিস্থিতির মোকবিলায় প্রস্তুত রয়েছে দেশটির সেনাবাহিনী। তৈরি থাকতে বলা হয়েছে এসএএস কমান্ডোদেরও। ব্রিটেনের প্রাণকেন্দ্রে এমন ঘটনায় অশনি সংকেত দেখছে ১০ ডাউনিং স্ট্রিট।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, এক পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হতেই সমস্যার সূত্রপাত হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে পুলিশের গুলিতে নিহত হন ক্রিস কাবা নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। সাইথ লন্ডনের স্ট্রেথাম হিল এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, ক্রিস গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে এক পুলিশ অফিসার গুলি করে হত্যা করেন। কাবার কাছে অস্ত্র ছিল না। অভিযোগ, বর্ণবিদ্বেষের কারণে ওই কৃষ্ণাঙ্গকে গুলি করে মারা হয়েছিল।
গোটা ঘটনায় ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান পুলিশকে সমর্থন জানিয়ে বলেছিলেন, ‘পুলিশকে সেকেন্ডের ভগ্নাংশ সময়ে সিদ্ধান্ত নিতে হয়’।
পুলিশ বিভাগের মুখপাত্র জানান, প্রথমে কয়েক জন অফিসার সশস্ত্র অবস্থায় কাজে যোগ দিতে অস্বীকার করেন। তারপর এই সংখ্যা সমানে বাড়ছে। সহকর্মীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়ায় চরম ক্ষুব্ধ তারা। তারপরই পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকে। তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে এসএএস কমান্ডোদেরও।
ব্রিটেনে সব পুলিশের হাতে অস্ত্র থাকে না। যাদের কাছে হাতিয়ার থাকে, তাদের বিশেষ প্রশিক্ষণ থাকে।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১০০ জনের মতো পুলিশ অফিসার কাজে যোগ দিতে অস্বীকার করেছেন। ব্রিটেনের অন্য অংশের পুলিশ কর্মকর্তারাও লন্ডনে আসতে চাইছেনা না।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]