
প্রায় ৫ মাস নিখোঁজ থাকার পর উদ্ধার হয়েছেন পাকিস্তানের সাংবাদিক ও টিভি উপস্থাপক ইমরান রিয়াজ খান। সোমবার (২৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ডনকে বিষয়টি নিশ্চিত করেন পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল ড. উসমান আনোয়ার।
এক প্রতিবেদনে ডন জানিয়েছে, চলতি বছরের ৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে যে বিক্ষোভ শুরু হয়, তার দুদিন পরই গ্রেফতার হন এই টিভি উপস্থাপক। সর্বশেষ জানা গিয়েছিল, তাকে গ্রেফতারের পর প্রথমে ক্যান্ট থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে শিয়ালকোট জেলে পাঠানো হয়।
এরপর ১৫ মে লাহোর হাইকোর্টে একজন আইনজীবী জানিয়েছিলেন, মুচলেকা নেয়ার পর তাকে জেল থেকে মুক্ত করা হয়। কিন্তু জেল থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোন হদিস পাওয়া যাচ্ছিল না।
ইমরান রিয়াজকে চলতি মাসের ২৬ সেপ্টেম্বরের মধ্যে খুঁজে বের করার জন্য পাঞ্জাব পুলিশকে শেষ সুযোগ দেন লাহোর হাইকোর্ট। ২০ সেপ্টেম্বর এই ঘোষণা দিয়ে বিবৃতিতে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহম্মদ আমির ভাট্টি বলেন, তার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে।
এরপর সোমবার সকালে সামাজিকমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে শিয়ালকোট পুলিশ জানায়, সাংবাদিক ও টিভি উপস্থাপক ইমরান রিয়াজ খানকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি এখন তার পরিবারের সঙ্গে আছেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]