শিরোনাম
বাংলাদেশীসহ ১৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫০
বাংলাদেশীসহ ১৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবৈধভাবে বসবাসকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে কুয়েত সরকার। চলতি বছরের গত ৬ মাসে অভিযানে গ্রেফতার অভিবাসীদের মধ্যে ১৮ হাজার লোককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।


দেশটির স্থানীয় প্রশাসন বলছে, এসব অভিবাসীর মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও মিশরের নাগরিক রয়েছেন। স্থানীয় আইন অনুযায়ী তাদের অনেককে জরিমানাও করা হয়েছে।


কুয়েতের স্থানীয় গণমাধ্যম আলরাই জানায়, ট্রাফিক সচেতনতা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নওয়াফ আল-হায়ান জানান, গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৬ মাসে ১৮ হাজার ৪৮৬ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে শত শত অপরাধী অন্তর্ভুক্ত ছিল। অভিযানে গ্রেফতার হওয়া অনেকের গুরুতর অপরাধ হলো আকামা আইন লঙ্ঘন, মাদক বেচাকেনা, ট্র্যাফিক আইন লঙ্ঘন, ব্যক্তিগত গাড়িতে যাত্রীসেবা প্রদান এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো।


কুয়েতে অবৈধ অভিবাসীদের কোটা শূন্যে নিয়ে আসতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন।


কুয়েতের আইনে এক মালিকের ভিসায় আসার পর অন্য মালিকের কাজ করা আকামা আইনের লঙ্ঘন। প্রবাসীদের অনেকে বলছেন, বাংলাদেশিরা ৬ থেকে ৭ লাখ টাকায় ভিসা কিনে কুয়েতে গিয়ে কোম্পানির কম বেতনের চাকরি করার পাশাপাশি পার্টটাইম (অন্য কাজ) করতে গিয়ে ধরা খান। পরে নিঃস্ব হয়ে দেশে ফিরতে হয় তাদের।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com