শিরোনাম
কিয়েভের প্রচারিত শান্তি প্রস্তাব বাস্তবসম্মত নয়: ল্যাভরভ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০
কিয়েভের প্রচারিত শান্তি প্রস্তাব বাস্তবসম্মত নয়: ল্যাভরভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুদ্ধ বন্ধে ইউক্রেনের শান্তি পরিকল্পনাকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন তিনি।


আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ‘জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, কিয়েভের প্রচারিত ১০-দফা শান্তি প্রস্তাব কখনও বাস্তবায়ন সম্ভব নয়। সবাই জানে, এটি বাস্তবসম্মত নয়। অথচ তারা বলে বেড়ায়, এটিই শান্তি আলোচনার একমাত্র ভিত্তি।’


এছাড়াও পশ্চিমাদের ‘মিথ্যার সাম্রাজ্য’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্বের রাজনীতিবিদ ও নীতিনির্ধারকরা রাশিয়াকে যে কোনো মূল্যে কৌশলগতভাবে হারানোর লোভে অন্ধ হয়ে গেছে।’


ল্যাভরভ আরও বলেন, ‘রাশিয়ার ওপর কৌশলগত পরাজয় আরোপের একটি লক্ষ্য এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। এ মোহ শেষ পর্যন্ত বেপরোয়া পশ্চিমা বিশ্বের রাজনীতিবিদদের দৃষ্টিকে ঝাপসা করে দিয়েছে। এর ফলে তারা এক ধরনের দায়মুক্তির অনুভূতি অনুভব করছে।’
এদিকে, রাশিয়ার হুমকি উপেক্ষা করে কৃষ্ণসাগর হয়ে তুরস্কে পৌঁছেছে ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান। পালাউ পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আরোয়াট ১৭ হাজার ৬শ টন গম নিয়ে শুক্রবার বন্দর শহর চোরনোমর্স্ক ছেড়ে মিসরের উদ্দেশে রওনা হয়েছিল। গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) এটি ইস্তাম্বুলে পৌঁছায়।


এছাড়া যুক্তরাষ্ট্র সফরে দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার দাবি করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘মাইকেল ব্লুমবার্গসহ নেতৃস্থানীয় আমেরিকান উদ্যোক্তা এবং অর্থদাতাদের সঙ্গে বৈঠক হয়েছে। মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে ইউক্রেনে তাদের বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেছি। আমরা যুদ্ধে ইউক্রেনের বিজয় এবং যুদ্ধের পর দেশ পুনর্গঠন নিয়ে কাজ করছি।’


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com