শিরোনাম
বন্দি বিনিময় চুক্তির পর যুক্তরাষ্ট্র থেক ৬০০ কোটি ডলার পেল ইরান
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:২০
বন্দি বিনিময় চুক্তির পর যুক্তরাষ্ট্র থেক ৬০০ কোটি ডলার পেল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত বন্দিবিনিময়ের চুক্তি সম্পন্ন হয়েছে। এ চুক্তির শর্তের অংশ হিসেবে ইতোমধ্যে জব্দ করা ইরানের ৬০০ কোটি ডলার কাতারের ব্যাংকে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের একটি ব্যাংকে দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা এসব অর্থ স্থানান্তর করা হয়।


সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে। এর আওতায় ১৮ সেপ্টেম্বর, সোমবার পাঁচ মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইরান। একইভাবে যুক্তরাষ্ট্রও পাঁচ ইরানিকে মুক্তি দিয়েছে। তাছাড়া এই চুক্তির আওতায় ইরানের জব্দ করা বিপুল অর্থও ফেরত দেওয়া হয়েছে।


ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন বলেছেন, দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ৬০০ কোটি ডলার আল আহলি ও দুখান ব্যাংকের ইরানি অ্যাকাউন্টে জমা হয়েছে। কাতারের ওই দুই ব্যাংকে ইরানের ছয়টি অ্যাকাউন্টে এসব অর্থ জমা হয়।


দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থ ছাড়া প্রসঙ্গে তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ায় উরি ও আইবিকে ব্যাংকের পাশাপাশি মেল্লাত ব্যাংকের সিউল শাখায় আটকে থাকা সব ইরানি অর্থ গত ১০ আগস্ট সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়। ওই অর্থকে ইউরোতে রূপান্তরিত করতে সেখানে পাঠানো হয়েছিল।


ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ১৭ সেপ্টেম্বর, রবিবার কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানানো হয় সেদেশে ইরানি ব্যাংকগুলোর অ্যাকাউন্ট সক্রিয় হয়েছে। এরপর ইরানের অ্যাকাউন্টে ইউরো জমা হয়।


সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ইরানে বন্দী থাকা যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিককে মুক্তি দেওয়ার অংশ হিসেবে প্রথমে তাঁদের তেহরান বিমানবন্দরে নেওয়া হবে। এরপর সেখান থেকে তাঁদের কাতারের দোহায় আনা হবে। বন্দীরা সুস্থ আছেন বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। তথ্যসূত্রঃ রয়টার্স


বিবার্তা/পুলক/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com