ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩৫০ জন। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে হাওড়ার শালিমার স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেনটি বালেশ্বরে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা আদিত্য চৌধুরী বলেন, ‘বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসে কিছু একটা হয়েছে। আমরা কোনও ভাবে এখনও কিছু জানতে পারিনি। জানার চেষ্টা করছি।’
স্থানীয় সূত্রের খবর, করমণ্ডল এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনে ধাক্কা মারে। এর ফলে ট্রেনের প্রথম তিনটি বগি বাদে সবকটি বগিই লাইন থেকে ছিটকে পড়ে। শুধু তা-ই নয়, করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালবাহী ট্রেনের উপর উঠে যায়। এ দুর্ঘটনার পেছনে সিগনালে ত্রুটি না কি চালকের ভুল—তা জানার চেষ্টা চলছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]