
কাশ্মীরের দাংদুরু বাঁধ এলাকায় যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। তাদের উদ্ধার করে স্থানীয় কাশ্মীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
সত্যতা স্বীকার করে কিশ্তওয়াড় পুলিশ জানিয়েছে, দাংদুরু বিদ্যুৎ কেন্দ্রের ১০ কর্মীদের নিয়ে একটি যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে যায়। এতে ৬ জনের মৃত্যুর হয়েছে। আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় দু:খপ্রকাশ করেন স্থানীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সকল ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন মন্ত্রী।
এর আগে গত এপ্রিলে সেনাবাহিনীর একটি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়, আহত হন আরও তিন জন।
স্থানীয়দের দাবি, রাস্তা চওড়া হওয়ার কারণে চালকদের মধ্যে বেপরোয়া গতি তোলার প্রবণতা বাড়ছে। ফলে পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে হতাহতের ঘটনা ঘটে। সূত্র : আনন্দবাজার
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]