বেলারুশকে পারমাণবিক অস্ত্র দিবে রাশিয়া
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১০:১৬
বেলারুশকে পারমাণবিক অস্ত্র দিবে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া মিত্র।


২৫ মার্চ (শনিবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেন।


প্রেসিডেন্ট পুতিন বলেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এটা করছে। মিত্রদেশগুলোতে অনেক আগেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে তারা। সুতরাং, এখানে অস্বাভাবিক কিছু নেই।


বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে জানিয়ে পুতিন বলেন, আমরা দুই দেশ (যুক্তরাষ্ট্রের মতো) একই কাজ করব বলে একমত হয়েছি।


সম্প্রতি ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পুতিন বলেছিলেন, এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে।


এর পরপরই শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন তিনি।


বেলারুশের সঙ্গে বড় সীমান্ত রয়েছে ইউক্রেনেরও।


২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের সামরিক অভিযান শুরু করে, যা পরে যুদ্ধে রূপ নেয়। আক্রমণের জন্য তারা বেলারুশকেও ব্যবহার করেছে বলে ইউক্রেনের অভিযোগ রয়েছে। সূত্র: আল জাজিরা


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com