শিরোনাম
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৯৫০৪
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৭
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৯৫০৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫০৪ জনে। শুধু তুরস্কেই নিহতের সংখ্যা ৬ হাজার ৯৫৭, অন্যদিকে সিরিয়ায় ২ হাজার ৫৪৭ জন।


৮ ফেব্রুয়ারি, বুধবার ফ্রান্স টুয়েন্টিফোরের বরাতে এই তথ্য জানা যায়।


তুরস্কের সরকার, হোয়াইট হেলমেটস ও সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, দুই দেশে ভূমিকম্পে আহতের সংখ্যা অন্তত ৩০ হাজার ৪৭৪ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে যে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে।



এর আগে গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের ১০ প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।


এদিকে, ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা ন্যাটো মিত্র তুরস্কে দুটি উদ্ধারকারী দল পাঠিয়েছে। অন্যদিকে সিরিয়ায়ও সহায়তা কার্যক্রম চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে, এই সহযোগিতা দেশটির একনায়ক বাশার আসাদকে নয়, বরং সিরিয়ার জনগণের পাশে দাঁড়াতে-ই।


বিবার্তা/জামাল/জামাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com