
ভূমিকম্পে সিরিয়ায় মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে সিরিয়ার হোয়াইট হেলমেট। স্বেচ্ছাসেবী সংগঠনটি জানায়, ইতোমধ্যে মৃতের সংখ্যা ২ হাজার ৩২ জনে দাঁড়িয়েছে।
৮ ফেব্রুয়ারি, বুধবার সকালে বার্তাসংস্থা ‘দ্য গার্ডিয়ান’ এই তথ্য নিশ্চিত করেছে।
হোয়াইট হেলমেট জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২০ জনে, যা কয়েক ঘণ্টা আগেও হাজারের ঘরে ছিল। অন্যদিকে, সরকার-নিয়ন্ত্রিত এলাকায় ৮১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংখ্যাগুলো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে আশাংকা করেছে হোয়াইট হেলমেট।
তুরস্কের সরকার, হোয়াইট হেলমেটস ও সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, দুই দেশে ভূমিকম্পে আহতের সংখ্যা অন্তত ৩০ হাজার ৪৭৪ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে যে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে। গতকাল মঙ্গলবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দশটি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
এদিকে, ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা ন্যাটো মিত্র তুরস্কে দুটি উদ্ধারকারী দল পাঠাচ্ছে। বুধবার সকালে তারা তুরস্কে পৌঁছবে এবং আদিয়ামান শহরে যাবে, যেখানে অনুসন্ধান প্রচেষ্টা এখনও সীমিত।
অন্যদিকে সিরিয়ায়ও সহায়তা কার্যক্রম চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে, এই সহযোগিতা দেশটির একনায়ক বাশার আসাদকে নয়, বরং সিরিয়ার জনগণের পাশে দাঁড়াতেই।
উভয় দেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনও।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]