তুরস্কে ভূমিকম্প: ১০ প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪
তুরস্কে ভূমিকম্প: ১০ প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন।


৮ ফেব্রুয়ারি, বুধবার বিবিসির বরাতে এই তথ্য জানা যায়।


এদিকে গার্ডিয়ান জানিয়েছে, তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮০০ জনে দাঁড়িয়েছে। শুধু তুরস্কেই নিহতের সংখ্যা ৫ হাজার ৮৯৪, অন্যদিকে সিরিয়ায় ১ হাজার ৯৩২ জন। সাথে সাথে নিহতের সংখ্যা ব্যাপকহারে বাড়তে পারে বলেও আশংকা প্রকাশ করা হয়েছে।


তুরস্কের সরকার, হোয়াইট হেলমেটস ও সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, দুই দেশে ভূমিকম্পে আহতের সংখ্যা অন্তত ৩০ হাজার ৪৭৪ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে যে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com