
চিলিতে কয়েক ডজন ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়াই করছে দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪, অন্যদিকে আহত হয়েছেন প্রায় ১ হাজার গ্রামবাসী৷
৬ ফেব্রুয়ারি, সোমবার রয়টার্সের বরাতে এই তথ্য জানা যায়।
সূত্র জানায়, উদ্ধার অভিযান ফলপ্রসূ করার লক্ষ্যে বায়োবিও, নুবল এবং অ্যারাউকানিয়ার বৃহত্তর গ্রামীণ দক্ষিণাঞ্চলের জন্য জরুরি ঘোষণা জারি করেছেন রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক।
এছাড়া, তীব্র দাবানলে বন ও কৃষিজমি পুড়ে যাওয়ায় বিমান এবং বিশেষজ্ঞ অগ্নিনির্বাপক দলসহ কয়েকটি দেশ থেকে আন্তর্জাতিক সাহায্য আসতে শুরু করেছে।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]