আবুধাবির সব ধরনের গোল্ডেন ভিসার মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) এই ঘোষণা দিয়েছে আবুধাবি কর্তৃপক্ষ।
আবুধাবির রেসিডেন্স অফিসের অপারেশন্স বিভাগের পরিচালক মার্ক দর্জি জানিয়েছেন, এখন থেকে গোল্ডেন ভিসার মেয়াদ ১০ বছর। বিজ্ঞান গবেষক, চিকিৎসক, বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও আবিষ্কারকদের মতো পেশাদারদের জন্য বৃহৎ পরিসরে এই সুযোগ ব্যবহার করা হবে।
মার্ক দর্জি আরও জানিয়েছেন, গোল্ডেন ভিসাধারীরা তাদের স্ত্রী-স্বামী, শিশু ও বাবা-মার স্পন্সর হতে পারবেন।
আবুধাবির আবাসিক কার্যালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সরকার দীর্ঘ মেয়াদে বসবাসের সুযোগ দিতে গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে। এর আওতায় গোল্ডেন ভিসাধারীরা কোনো রকম জিম্মাদার বা গ্রান্টার ছাড়াই দেশটিতে বসবাস করতে পারবে।
শিল্প, গবেষণা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসায়িকখাতকে ত্বরান্বিত করতেই আবুধাবি প্রশাসন গোল্ডেন ভিসার ওপর জোর দিয়েছে। সূত্র: খালিজ টাইমস
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]