শিরোনাম
ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ৪১৩
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:২৫
ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ৪১৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৫ জনে।


১১ ডিসেম্বর, সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ১০৩ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৩১০ জন ভর্তি হন।


চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ১৭ হাজার ৬৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৯ হাজার ১০১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ৮ হাজার ৫৪৪ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com