গোপালগঞ্জে আগামীকাল ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৮৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
১১ ডিসেম্বর, সোমবার গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
গোপালগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান, ডা. দিবাকর বিশ্বাস, ডা.সাদ মাহামুদ জয় উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, আগামীকাল ১২ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সারা দেশের মত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- ২০২৩ অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে ০৬-১১ মাস বয়সী ২৫,৭০৭ জন শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১,৬০,৪২৫ জন শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ৭ টি স্থায়ী ও ১৭০৯ টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইনটিতে ২১১ জন স্বাস্থ্য সহকারী, ২৪৬ জন পরিবার কল্যান সহকারী, ১৮২জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এবং ৩৪৩২ জন স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিচালনা করবেন।
সম্মেলনে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান বলেন, ভিটামিন এ শরীরের অত্যন্ত প্রয়োজনীয় অনুপুষ্টি যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে, চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখতে, শিশুর গর্ভকালীন বৃদ্ধি স্বাভাবিক রাখতে, ত্বকের শুষ্কতা দূর করতে, রক্তস্বল্পতা প্রতিরোধ করতে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহয়তা করে। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগ সহ চোখে অনেক ক্ষতিকর প্রভাব রোগ দেখা যায়। এছাড়া ভিটামিন ‘এ’ এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়ার ব্যপ্তিকাল বৃদ্ধিপায়, হামের জটিলতা দেয়া যায়, রক্তস্বল্পতা সহ অন্যান্য রোগ দেখা যায়।
তাই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনিং এ ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ খাওয়ানো অত্যন্ত জরুরী। তিনি ১২ ডিসেম্বরের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রার্থনা করেন।
বিবার্তা/সঞ্জয়/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]