শিরোনাম
ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৬০৫
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯:২০
ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৬০৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৫ জন। মৃত ব্যক্তি রাজধানী ঢাকার বাসিন্দা।


২ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৬২৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৪২ জন এবং ঢাকা সিটির বাইরে ৬৮৭ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৯৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৭ হাজার ৯১৯ জন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৩৯ জন এবং ঢাকা সিটির বাইরে ৪৬৬ জন।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com