শিরোনাম
নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১২
নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৩।


সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য বিভাগ, নড়াইল ও জুনোটিক ডিজিজ কন্ট্রোল, সিসিডি, স্বাস্থ্য অধিদফতরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমের সভাপতিত্বে দিবসের প্রতিপাদ্য ‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’ এর উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার ও ডাঃ সুশান্ত চন্দ্র ঘোষ, নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সুজল কুমার বকশি, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ অনিন্দিতা ঘোষ ও ডাঃ শুভাষিষ বিশ্বাস, স্বাস্থ্যকর্মী, ডাক্তার, স্বাস্থ্য সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাগণ।


বিবার্তা/শরীফুল/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com