শিরোনাম
ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি নেয়ায় ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ ঘোষণা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৩
ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি নেয়ায় ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় ও লাইসেন্স নবায়ন না করায় রাজধানীর বেসরকারি ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


১৮ সেপ্টেম্বর, সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ক্লিনিক ও হাসপাতালগুলোর অতিরিক্ত পরিচালক ডা. বেলাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে। বেশ কিছু অভিযোগের ভিত্তিতে আমরা কিছুক্ষণ আগেই বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ ঘোষণা করেছি। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ কার্যক্রম আরো কিছুদিন পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


এর আগে, গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ফের অভিযানে নামার ঘোষণা দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।


তিনি জানান, সোমবার থেকে সারাদেশে একযোগে এ অভিযান পরিচালনা করবে স্বাস্থ্য অধিদফতর। এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। একযোগে সারা দেশে এ অভিযান পরিচালিত হবে।


তিনি বলেন, আমরা গত বছর যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নেই, মেয়াদোত্তীর্ণ এবং অনিয়ম করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। ডেঙ্গু পরিস্থিতিতে ফের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য পাচ্ছি। যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আবারো ব্যবস্থা নেব।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com