
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান সবসময় দুর্দান্ত এবং অপ্রতিরোধ্য। তেমনি মাঠের বাইরেও মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। ২০২০ সালে বিশ্বব্যাপী হানা দেয় করোনা মহামারী। ঠিক সেই সময় নিজের নামে 'সাকিব আল হাসান ফাউন্ডেশন' খুলে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। করেছেন হেলথ কার্ডও, যার মাধ্যমে মানুষরা পেতে পারেন হাসপাতাল থেকে কম মূল্যে সেবা।
এবার আরও বড় এক উদ্যোগ নিলেন সাকিব। বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা অগুণিত। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই রোগের চিকিৎসা করতে খরচ হয় লাখ-লাখ কিংবা কোটি টাকা। সে সব চিন্তা করেই হয়তো সাকিব উদ্বোধন করতে যাচ্ছেন নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন।
আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন করবেন সাকিব। বলে রাখা ভালো আগামীকাল ২৪ মার্চ সাকিবের ৩৬তম জন্মদিন। আর এই দিনটিকেই মহৎ একটি কাজের জন্য বেছে নিলেন সাকিব।
এদিকে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলছে বাংলাদেশ দল। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে টাইগাররা উড়াল দেবে সাগরিকায়। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সিরিজের ৩টি টি-টোয়েন্টি ম্যাচই।
বিবার্তা/রিয়াদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]