তিতাস লোকেশন-‘ই’ ও ‘জি’ হতে জাতীয় গ্রিডে দৈনিক অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০০:২৮
তিতাস লোকেশন-‘ই’ ও ‘জি’ হতে জাতীয় গ্রিডে দৈনিক অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পেট্রোবাংলার আওতাধীন দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস্‌ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) বর্তমানে দৈনিক প্রায় ৪৫৮ মিলিয়ন ঘনফুট হারে দেশের মোট গ্যাস উৎপাদনের প্রায় ২৬% এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের উৎপাদনের প্রায় ৬৫% গ্যাস উৎপাদন করছে।


কোম্পানির তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই (কূপ নং তিতাস-১১ ও ১২) এবং লোকেশন-জি (কূপ নং তিতাস -১৭, ১৮ ও ২৭) হতে দীর্ঘদিন গ্যাস উৎপাদনের ফলে কূপসমূহের ওয়েলহেড প্রেসার ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় গ্যাস সেলস লাইনের (জাতীয় গ্রিড লাইন) প্রেসারের তুলনায় ওয়েলহেড প্রেসার কম থাকায় কাঙ্ক্ষিত পরিমানে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এ সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে ওয়েলহেড প্রেসার বৃদ্ধিপূর্বক জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার নিমিত্ত “তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই এবং লোকেশন-জি তে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন” শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় নিয়োজিত ইপিসি ঠিকাদার মেসার্স Consortium of Zicom Equipment Pte. Ltd. Singapore & AG Equipment Company, USA কর্তৃক সাইট কনস্ট্রাকশন, আনুষঙ্গিক সুবিধাদিসহ ওয়েলহেড কম্প্রেসর সংগ্রহ ও স্থাপন কাজ গত ১৪.০২.২০২৪ থেকে শুরু করা হয়। ইতোমধ্যে আনুষঙ্গিক সুবিধাদিসহ ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের পর টেস্টিং কমিশনিং ও পারমরমেন্স টেষ্ট রান সফলভাবে সম্পন্ন হয়েছে।


বর্তমানে ওয়েলহেড কম্প্রেসরের মাধ্যমে তিতাস লোকেশন-ই থেকে দৈনিক গড়ে প্রায় ৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং তিতাস লোকেশন-জি থেকে দৈনিক গড়ে প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এছাড়াও, গ্যাসের উপজাত হিসেবে তিতাস লোকেশন-জি এবং ই থেকে দৈনিক গড়ে প্রায় ৩৬ ব্যারেল কনডেনসেট উৎপাদন হচ্ছে।


ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের পূর্বে তিতাস লোকেশন-ই থেকে দৈনিক গড়ে সর্বোচ্চ ২১ মিলিয়ন ঘনফুট এবং তিতাস লোকেশন-জি থেকে দৈনিক গড়ে সর্বোচ্চ ১৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতো এবং গ্যাসের উপজাত হিসেবে তিতাস লোকেশন-জি এবং ই থেকে দৈনিক গড়ে প্রায় ২৫ ব্যারেল কনডেনসেট উৎপাদন হতো।


ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের ফলে তিতাস লোকেশন-ই এবং জি থেকে বিদ্যমান উৎপাদন হার বজায় রাখা ছাড়াও অতিরিক্ত দৈনিক প্রায় ২২ (১০+১২) মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হয়েছে যা জাতীয় জ্বালানি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে।


এছাড়া, দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা পূরণের লক্ষ্যে ‘তিতাস, হবিগঞ্জ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার (১ম সংশোধিত)’, ‘তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’, ‘তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খনন’, এবং ‘হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ’ শীর্ষক ৪টি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে বলে জানান, কোম্পানি সচিব / মহাব্যবস্হাপক মোঃ মোজাহার আলী ও মহাব্যবস্হাপক ( পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ আবুল কাসেম খান।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com