বেক্সিমকো ফার্মার এমডি পদ ছাড়লেন পাপন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১৬:৩৩
বেক্সিমকো ফার্মার এমডি পদ ছাড়লেন পাপন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মন্ত্রিসভার সদস্য হওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ ছেড়েছেন নাজমুল হাসান পাপন। একইসঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য পদও ছেড়েছেন তিনি।


১৪ জানুয়ারি, রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয় বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে।


বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন নাজমুল হাসান। তিনি বর্তমান সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।


সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে বলা আছে, 'সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করিবেন না।'


তাই সংবিধান অনুযায়ী তিনি এই পদে বহাল থাকতে পারছেন না।


কোম্পানিটি এমডি পদে অন্য কাউকে এখনও নিয়োগ দেয়নি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com