ঢাকায় এসেছে সৌদি আরবের ব্যবসায়ী প্রতিনিধিদল
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ২১:৩৯
ঢাকায় এসেছে সৌদি আরবের ব্যবসায়ী প্রতিনিধিদল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের বিনিয়োগ উপমন্ত্রী বদর ইব্রাহিম আল বদরের নেতৃত্বে ৩১ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় এসেছে।


৫ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রতিনিধিদলটিকে স্বাগত জানান।


উচ্চ পর্যায়ের এই ব্যবসায়ী প্রতিনিধিদলে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি), সৌদি চেম্বার এবং আরএসজিটিআই, অ্যাকওয়াপাওয়ার, সৌদি এক্সিম ব্যাংক, আল-জোমাইহ এনার্জি অ্যান্ড ওয়াটার, ডেজার্ট টেকনোলজি, ডেটা ভোল্ট, রাসি-সহ নেতৃস্থানীয় সৌদি কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন।


সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যরা বুধবার ঢাকার স্থানীয় একটি হোটেল ব্যবসায়িক সেমিনারে যোগ দেবেন।


উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সৌদি রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই) এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আব্দুল আজিজ আল ফালিহ মঙ্গলবার গভীর রাতে ঢাকায় আসছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।


সৌদি প্রতিনিধি দলের এই সফর নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com