২৬ দিনে ১৫ হাজার কোটি টাকার অধিক প্রবাসী আয়
প্রকাশ : ২৮ মে ২০২৩, ২২:০০
২৬ দিনে ১৫ হাজার কোটি টাকার অধিক প্রবাসী আয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি মাসের (মে) প্রথম ২৬ দিনে প্রবাসীরা ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮ টাকা ধরে যার পরিমাণ ১৫ হাজার ৩৩০ কোটি ৬ লাখ টাকা।


রবিবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১১ কোটি ৮১ লাখ ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৮৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৭০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ডলার।


বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি মাসে যেভাবে রেমিট্যান্স আসছে, তা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ১৬৯ কোটি ২৫ লাখ ডলার।


এর আগে, চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে এসেছে ১৫৬ কোটি ১২ লাখ ডলার, মার্চে এসেছে ২০২ কোটি ডলার এবং এপ্রিলে প্রবাসীরা পাঠিয়েছে ১৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com