দীর্ঘ প্রচেষ্টার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে সবজি রফতানি শুরু
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫০
দীর্ঘ প্রচেষ্টার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে সবজি রফতানি শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্যবসায়ীদের দীর্ঘ প্রচেষ্টার পর অবেশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে সবজি রফতানি শুরু হয়েছে।


বুধবার (৮ ফেব্রুয়ারি) তৃতীয় ধাপে পাঁচ টন সবজি রফতানি হয়েছে ভারতে। এদিন দুপুরে বিভিন্ন সবজি বোঝাই একটি ট্রাক স্থলবন্দর দিয়ে আগরতলায় প্রবেশ করে। রফতানি পণ্য হিসেবে সবজিকে সম্ভাবনাময় মনে করছেন বন্দরের ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষ।


স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথমবারের মতো সবজি রফতানি শুরু হয় ভারতে। এরপর বুধবার পর্যন্ত তিন ধাপে মোট ১৫ টন সবজি রফতানি হয়েছে। প্রতিটন সবজি রফতানি হচ্ছে ৪০০ মার্কিন ডলারে। রফতানি করা সবজির মধ্যে আছে কচুর লতি, গাজর, পেঁয়াজ পাতা এবং উস্তা।


আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. নাসির উদ্দিন সবজিগুলো রফতানি করেছেন। তিনি মোট ২০ টন সবজি রফতানি করবেন আগরতলায়।


নাসির উদ্দিন বলেন, আমাদের বন্দর দিয়ে আগে থেকেই সবজি রফতানির অনুমতি ছিল। আমরা দীর্ঘদিন ধরে সবজি রফতানির জন্য আগরতলার ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছিলাম। এর প্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে ২০ টন সবজি রফতানি করা হচ্ছে। আশা করছি অন্যান্য পণ্যের মতোই নিয়মিত রফতানি হবে সবজি।


আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, রফতানি পণ্যের তালিকায় নতুন করে সবজি যুক্ত হয়েছে। এটি ব্যবসায়ী এবং বন্দর কর্তৃপক্ষের জন্য ইতিবাচক। নিয়মিত রফতানি হলে বন্দর কর্তৃপক্ষের রাজস্ব বাড়বে এবং সরকারও বৈদেশিক মুদ্রা পাবে।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com