শিরোনাম
তানজিন তিশার ছোট গল্পের শেষ পৃষ্ঠা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৮, ১৫:৩৮
তানজিন তিশার ছোট গল্পের শেষ পৃষ্ঠা
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদের জন্য নির্মিত তানজিন তিশা অভিনীত নাটক ‘ছোট গল্পের শেষ পৃষ্ঠা’। এটি রচনা করেছেন রিফাত আদনান পাপন ও পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। নাটকের গল্পে দেখা যাবে, জারিফ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অনিয়মিত ছাত্রদের একজন। তার ক্লাস বেশিরভাগ সময় চলে ক্যাম্পাসের আশপাশের আড্ডায়। বন্ধু জনিকে নিয়ে দিনভর ঘোরাঘুরি আর আড্ডাবাজি করেই তার বেশ কেটে যাচ্ছিল।


হঠাৎ একদিন ভার্সিটির মাঠে এক মেয়ের সুরেলা কণ্ঠে আটকা পড়ে জারিফ, চর্কিবাজি থেমে উল্টো দিকে ঘুরতে শুরু করে। মেয়েটির নাম নিশু। শান্ত ও চুপচাপ স্বভাবের। তাকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে জারিফ। বন্ধু জনির নানা পরামর্শে এগোতে গিয়েও বারবার সাহসের অভাবে কথা বলতে পারে না।


নাটকটিতে নিশু চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও জারিফ চরিত্রে দেখা যাবে তৌসিফকে। এটি আজ রাত ১০টা ৩০ মিনিটে এসএ টিভিতে প্রচার হবে।


বিবার্তা/অভি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com