শিরোনাম
চলে গেলেন প্রথম বন্ড গার্ল ইউনেস গেসন
প্রকাশ : ১০ জুন ২০১৮, ১৪:৫০
চলে গেলেন প্রথম বন্ড গার্ল ইউনেস গেসন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় সিনেমা ‘জেমস বন্ড’ সিরিজের প্রথম বন্ড গার্ল ইউনেস গেসন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ব্রিটিশ এ অভিনেত্রীর জন্ম ১৯২৮ সালের ১৭ মার্চ, যুক্তরাজ্যের সারেতে।


মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ অভিনেত্রীর অ্যাকাউন্টে তার মৃত্যু সংবাদ জানিয়ে এক টুইটে লেখা হয়েছে, ‘আমরা অত্যন্ত শোকাহত এই জেনে যে, আমাদের প্রিয় ইউনেস গত ৮ জুন মারা গেছেন। তিনি ছিলেন একজন অসাধারণ নারী যার প্রভাব তার পরিচিত সবার মধ্যে থাকবে। তিনি সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।’



এছাড়া জেমস বন্ড সিনেমা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রযোজক মাইকেল জি. গিবসন ও বারবারা ব্রকোলি এক বিবৃতিতে টুইটারে লিখেছেন, ‘আমরা অত্যন্ত শোকাহত যে আমাদের প্রথম বন্ড গার্ল ইউনেস গেসন যিনি ড. নো ও ফ্রম রাশিয়া ইউথ লাভ সিনেমায় সিলভিয়া ট্রেঞ্চ চরিত্রে অভিনয় করেন, তিনি মারা গেছেন। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’


গেসন ১৯২৮ সালে ইংল্যান্ডের সারেতে জন্মগ্রহণ করেন। ১৯৪০ দশকের শেষ দিকে তিনি অভিনয় ক্যারিয়ার শুরু করেন। হ্যাপেন্ড ইন সোহো, হেলসাপপিন! লেট দেম ইট কেক, দ্য রিভেঞ্জ অব ফ্র্যাঙ্কেনস্টাইন, আর্মস অ্যান্ড দ্য ম্যান, মিস রবিনহুড, টু হ্যাভ অ্যান্ড টু হোল্ড ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘দ্য সেইন্ট’ ও ‘দ্য অ্যাভেঞ্জার্স’ টিভি সিরিজে দেখা গেছে তাকে।



জিরো জিরো সেভেন সিরিজের বিখ্যাত সংলাপ ‘বন্ড, জেমস বন্ড।’ এই সংলাপ দিয়েই নিজেদের পরিচয় দিয়ে থাকেন জেমস বন্ড নায়কেরা। ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত ড. নো সিনেমায় সিলভিয়া ট্রেঞ্চ চরিত্রে ইউনেস গেসনের করা প্রশ্নের উত্তরে প্রথম এই সংলাপটি বলেছিলেন সিনেমায় বন্ড চরিত্রে থাকা শন কনারি। সূত্র: বিবিসি


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com