বিয়ে পিঁড়িতে বসলেন অভিনেত্রী তানজিকা আমিন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ২০:১৮
বিয়ে পিঁড়িতে বসলেন অভিনেত্রী তানজিকা আমিন
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। অভিনেত্রী নিজেই বিয়ের খবর গণমাধ্যমকে জানিয়েছেন। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।


৬ ডিসেম্বর, শুক্রবার দুপুরে রাজধানীর বেইলি রোডে তানজিকার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।


এ ব্যাপারে তানজিকা জানান, ‘তিনি কখনো ভাবেননি যে জীবনে সিঙ্গেল থাকবেন। তার এতদিন সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এবার তার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছেন। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।’


চলতি মাসে মধ্যেই বিবাহ পরবর্তী অন্যান্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানিয়েছেন তানজিকা। তার বর অস্ট্রেলিয়াপ্রবাসী। বরের নাম সাইফ বাসুনিয়া। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে এ অভিনেত্রীর পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।


তানজিকা আরও জানিয়েছেন, বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন। অভিনয় তার প্রাণের জায়গা।


তানজিকা আমিনের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে। যদিও বেশিদিন টেকেনি তাদের সেই সংসার।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com