'মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়ানো সাহসিকতা নয়'
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৬
'মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়ানো সাহসিকতা নয়'
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। বরাবরই অভিনয়ের জন্য প্রশংসিত ‘টাইটানিক’ খ্যাত এই অভিনেত্রী। বলা যায়, তাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের অগণিত সিনেমাপ্রেমীরা। অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘লি’।


সম্প্রতি টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে নিজের আসন্ন সিনেমা ‘লি’ ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন কেট উইন্সলেট।


অভিনেত্রী বলেন, পর্দায় নগ্নদেহ প্রদর্শন করা অভিনেত্রীর সাহসিকতা নয়। মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়ানোও সাহসিকতা নয়। অভিনেত্রীর কাজ অভিনয়ের মাধ্যমে চরিত্রকে ফুটিয়ে তোলা।


কেট উইন্সলেট বলেন, আমি শুটিংয়ে একটা বেঞ্চে বসে ছিলাম। শটের সময় ক্রুদের একজন এসে আমাকে বলেছিল সোজা হয়ে বসলে আমার শরীর আরও আকর্ষণীয় দেখাবে। অনেকে রিঙ্কেল নিয়ে কথা বলে কিন্তু আমি যে রকম, সে রকমই নিজেকে প্রকাশ করতে পছন্দ করি। এতে সাহসিকতার কিছু নেই। আবার আপত্তিরও কিছু নেই।


তিনি আরও বলেন, ক্যামেরায় কেমন দেখা গেল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চরিত্রটিকে ফুটিয়ে তোলা। কাজটা মেকআপ বা নো মেকআপ দিয়ে করা যায় না। অভিনয় দিয়েই করতে হয়। তাই অন্যান্য বিষয়ের দিকে নজর না দিয়ে অভিনয়েই মনোযোগ দেয়া উচিত।


প্রসঙ্গত, সর্বশেষ ২০২২ সালে জেমস ক্যামেরনের অ্যাভাটারের পার্ট টু-তে দেখা গেছে কেট উইন্সলেটকে। সামনে সিনেমা ‘লি’ দিয়ে ফিরছেন পর্দায় এই নায়িকা। ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com