২০২৩ সালটা ছিল শাহরুখ খানের প্রত্যাবর্তনের বছর। প্রায় চার বছরের বিরতির পর গত বছর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটি ছবির মধ্যে প্রথম দুটির ব্যবসা ১০০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। বলতে গেলে সারাবছরই ব্যবসা সফল ছিলেন তিনি।
এতেই বিনোদন জগতের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ। এবার, ২০২৪ সালে ৯২ কোটি টাকা কর দিয়েছেন তিনি। পিছনে ফেলে দিলেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সালমান খান, বিরাট কোহলিদের।
এর আগে ২০২২ সালে বিনোদন জগতের সর্বোচ্চ করদাতা ছিলেন অক্ষয় কুমার। এবার তাকে ছাপিয়ে গেলেন শাহরুখ। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী ছবির তারকা বিজয় থালাপতি। ২০২৪ সালে ৮০ কোটি রুপি কর দিয়েছিলেন তিনি। সিনেমা, বিজ্ঞাপন সব মিলিয়ে তিনিই দ্বিতীয় তারকা যিনি সব থেকে বেশি কর দিয়েছেন।
সালমান খান তৃতীয় স্থানে অবস্থান করছেন। তিনি দিয়েছিলেন ৭৫ কোটি রুপি। ৭১ কোটি দিয়ে চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন। এদিকে ৬৬ কোটি রুপি কর দিয়ে পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]