এগ্রিকালচারাল মেশিনারি এন্ড বায়ো-রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট চালু
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৯:০৯
এগ্রিকালচারাল মেশিনারি এন্ড বায়ো-রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট চালু
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়ো-রিসোর্স ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের জন্য নির্ধারিত ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।


সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সম্মেলন কক্ষে এই ওয়েবসাইট উদ্বোধন করা হয়।


ওয়েবসাইটের মাধ্যমে দেশ-বিদেশের গবেষক, শিক্ষার্থী, প্রকৌশলীসহ সবাইকে এক প্ল্যাটফর্মে যুক্ত করবে, যেখানে সম্মেলনের রেজিস্ট্রেশন সহ সব তথ্য পাওয়া যাবে।


বাংলাদেশ সোসাইটি অব এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়ো-রিসোর্স ইঞ্জিনিয়ারিং (বিএসএএমবিই) এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের (এফপিএম) যৌথ উদ্যোগে আগামী ২০২৫ সালের ৮ ও ৯ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে।


ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, অধ্যাপক ড. মো. আবদুল আওয়াল, অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, অধ্যাপক ড. মো. রোস্তম আলী, অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী, অধ্যাপক ড. এহসানুল কবীর, অধ্যাপক ড. আনিসুর রহমান, সহযোগী অধ্যাপক ড. টুম্পা রাণী সরকারসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্মেলন সম্পর্কে অধ্যাপক ড. মো. আবদুল আওয়াল বলেন, "এই আন্তর্জাতিক সম্মেলনটি প্রযুক্তিগত সহায়তা, ব্যবসায়িক পরিমণ্ডল বৃদ্ধি এবং উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে কৃষি ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করবে।"


সম্মেলনে কৃষি যন্ত্রপাতি, প্রিসিশন এগ্রিকালচার, বিভিন্ন সেন্সর ও আইওটি সিস্টেম, রোবটিকস, মেশিন লার্নিং প্রসেস, রিমোট সেন্সিং, কৃষিতে আইটি প্রযুক্তি, বায়ো প্রসেসিং, বায়োকনভার্সন প্রযুক্তি, শূন্য কার্বন নির্গমন, কনজারভেশন, আধুনিক সেচ ব্যবস্থা, এগ্রিবিজনেস ও সাপ্লাই চেইন বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের কৃষি খাতে ৪র্থ কৃষি বিপ্লবের বাস্তবায়নে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


বিবার্তা/আমান উল্লাহ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com