
বোন ম্যারো ক্যানসারের কাছে হার মানলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানম।
২৬ মে, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেয়া হয়।
অধ্যাপক শিল্পী খানমের স্বামী কাজী শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে শিল্পী আমাদের রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
বোন ম্যারো (অস্থি মজ্জা) ক্যানসারে দীর্ঘ আড়াই বছর ধরে আক্রান্ত ছিলেন শিল্পী খানম। দেড় বছর আগে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতাল থেকে দেড় মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও অবস্থার উন্নতি ঘটেনি। দিনে দিনে সারা শরীরে ছড়িয়ে পড়ে ক্যানসার। চিকিৎসা খরচ চালাতে গিয়ে আর্থিক সংকটে পড়ে তার পরিবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে এককালীন আর্থিক সহযোগিতা দেয়া হলেও তা যথেষ্ট ছিল না। প্রতিদিনের বাংলাদেশে ‘অধ্যাপক শিল্পীকে বাঁচাতে হাত বাড়াবে কি কেউ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা আর্থিক সহযোগিতা করতে এগিয়ে আসতে থাকেন। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তিনি।
অধ্যাপক শিল্পী খানমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
কলা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, আমি মাত্রই শুনেছি আপার মৃত্যুর সংবাদটা। শুনে আমার হাত-পা কেঁপে উঠছে। আজ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওনার চিকিৎসার জন্য টাকাও দিয়েছেন। সেটাও পৌঁছাতে পারলাম না। খুব খারাপ লাগছে। আমি আর কথা বলতে পারছি না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে অধ্যাপক শিল্পী খানমের চিকিৎসার খরচ, দেনাপাওনার বিষয়টি দেখা হবে। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দেশের বাড়ি মাদারীপুরে তার মরদেহ পাঠানো হবে।
বিবার্তা/রুদ্র/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]