১১ জুন এসএসসি’র খাতা পুনর্নিরীক্ষণের ফল
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১৭:৪৭
১১ জুন এসএসসি’র খাতা পুনর্নিরীক্ষণের ফল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এসএসসি ও সমমান পরীক্ষার ফলে কাঙ্ক্ষিত ফল না পেয়ে যারা খাতা চ্যালেঞ্জ করেছেন বা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন তাদের ফল আগামী ১১ জুন প্রকাশ করা হবে।


ওইদিন স্ব স্ব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। এছাড়া যাদের ফল পরিবর্তন হবে তাদের মোবাইলে এসএমএস করে পরিবর্তিত ফল জানিয়ে দেওয়া হবে।


২৬ মে, রবিবার বিকেলে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।


বোর্ড চেয়ারম্যান জানান, যাদের ফল পরিবর্তন হবে তারা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। এছাড়াও আবেদনে দেওয়া ফোন নম্বরে এসএমএম করে পরিবর্তিত ফল জানিয়ে দেওয়া হবে।


জানা গেছে, সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। প্রকাশিত ফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষাবোর্ডগুলো। গত ১৩ মে থেকে এ কার্যক্রম চলে ১৯ মে পর্যন্ত। এরমধ্যে শুধু ঢাকা শিক্ষাবোর্ডে ১ লাখ ৭৯ হাজার ১৪৮টি খাতা চ্যালেঞ্জ করেছেন শিক্ষার্থীরা।


ঢাকা শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, পুনর্নিরীক্ষণ যাদের ফল পরিবর্তন হবে তাদেরকে কলেজ ভর্তির সংশোধনের সুযোগ দেওয়া হবে। তার পরিবর্তিত ফল অনুযায়ী তার কলেজ ভর্তির সুযোগ পাবে।


শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো, উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এসব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। এই চারটি জায়গা কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com