
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যারিয়ার ক্লাবের জেনারেল মেম্বার ৬.o অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২মে (রবিবার) সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক নুসরাত নিম্মি এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাফায়ে হোসেন তুশার এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান, একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মো. আলী আরশাদ চৌধুরী ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাইম হাসান চৌধুরী।
অতিথির বক্তব্যে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাইম হাসান চৌধুরী বলেন, ক্যারিয়ার বলতে যেন এখন শুধু বিসিএস হয়ে গেছে। কিন্তু আমাদের বিষয়টা যেন এমন না হয় যে ক্যারিয়ার বলতেই বিসিএস বুঝব। বর্তমানে বুয়েট থেকে পাশ করা ছেলে বিসিএস হয়ে যাচ্ছে। একটা ছেলে মেডিকেল বা বুয়েট থেকে পাস করে বিসিএস হচ্ছে। ব্যাপারটা এমন হলে তার পিছনে রাষ্ট্রের যে বিনিয়োগ তা কি পানিতে গেল না? মনে রেখো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান ও বাস্তবিক জ্ঞান থাকা জরুরি।
ড. মো. আলী আরশাদ চৌধুরী বলেন, ক্যারিয়ারে আপনি যা ই করুন না কেন আপনাকে আগে একজন মানুষ হতে হবে। এই যে ক্যারিয়ার ক্লাব এই ক্লাবের মাধ্যমে আপনারা এসব শিক্ষা অর্জন করবেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় ক্যাম্পাস শহর থেকে দূরে হওয়ায়। ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাবে। ঢাকার তুলনায় আমরা এক জায়গায় পিছিয়ে আছি তা হলো কানেক্টিভিটি আর এটার পূর্ণতা দিবে চিটাগং ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।
ক্লাবের সভাপতি শাফায়েত হোসেন তুশার বলেন, আমরা ক্লাবকে এ পর্যায়ে রেখে যাচ্ছি তোমরা ক্লাবিং করলে মন থেকে করবে। তোমার যে কাজটা করতে ভালো লাগে তুমি সেটা কর। সবসময় সব কাজ প্যাশন নিয়ে করবা। নিজের যে কাজগুলো সেগুলোকে এক্সপ্লোর করতে শিখো।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব তার যাত্রা শুরু করে ২০১৯ সালে।
বিবার্তা/মহসিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]