ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় পাশের হার ৭৯ শতাংশ
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৬:১০
ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায় পাশের হার ৭৯ শতাংশ
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‌‌‘ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।


১২ মে, রবিবার সকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে ফলাফল হস্তান্তর করেন এ বিষয়ে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী।


সূত্রমতে, ‘ডি’ ইউনিটভুক্ত চারটি বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন ১ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর। এর মধ্যে ১ হাজার ৭৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কৃতকার্য হয়েছেন ১৪০৬ জন ভর্তিচ্ছু। পাশের হার ৭৯ শতাংশ।


এ বিষয়ে ‘ডি’ ইউনিট সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, আমরা তিনটি মেরিট লিস্ট প্রকাশ করেছি। এর মধ্যে ওয়েবসাইটে একটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। ক্রমান্বয়ে বাকিগুলো প্রকাশিত হবে।


ভর্তি প্রক্রিয়া শুরুর বিষয়ে তিনি বলেন, আমরা ১৫ জুলাইয়ের মধ্যে ক্লাশ শুরু করার চেষ্টা করবো। আর এর মধ্যে গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার সাথে সমন্বয় করে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হবে।


বিবার্তা/জায়িম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com