
ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরাইলী হামলা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ।
৬ মে, সোমবার সংগঠনটির দলীয় টেন্ট থেকে ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভ মতো মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ছাত্র সমাবেশে মিলিত হয়।
এসময় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বঙ্গবন্ধু সবসময় শোষিতের পক্ষে লড়ে গেছেন তার এ সংগ্রামের ধারাবাহিকতায় আমরা ইসরাইলী শোষণের প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনে যে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে আমরা তার আশু প্রতিকার ও সকল মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবি জানাচ্ছি। একইসাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানাচ্ছি।
বিবার্তা/জায়িম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]