
ডিএনএ আবিষ্কারের ৭১ বছর পূর্তি উদ্যাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ। এতে 'মেকিং সেন্স অব ইউর ডিএনএ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান
২৫ এপ্রিল, বৃহস্পতিবার বিভাগের সেমিনার কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।
'মেকিং সেন্স অব ইউর ডিএনএ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপনে ড. শরীফ আখতারুজ্জামান বলেন, ডিএনএ পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে
ফরেনসিক সাইন্স যা অপরাধী শনাক্ত করে, পিতামাতা শনাক্ত করে, অভিবাসী বিতর্ক, কিনশিপ অ্যানালাইসিস, উত্তরাধিকার বিতর্ক এবং ধ্বংসাবশেষ শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়।
এছাড়াও তিনি জীবের নিয়ন্ত্রণকারী অনু ডিএনএ কীভাবে কাজ করে এবং কীভাবে আমরা একজন থেকে আরেকজন ভিন্ন তা সহজ ভাষায় ব্যাখ্যা করেন।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সেকান্দার চৌধুরী বলেন, মহাকালের যে বয়স হয়েছে তার তুলনায় ডিএনএর ৭১ বছর কিছুই নয়। আমি এই বিভাগের সফলতা কামনা করি।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে বলেন, একটি আলো স্ফুলিঙ্গ থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে যাকে বিগব্যাং বলা হয়। এই পৃথিবীতে ৮শত কোটি মানুষ আছে যাদের সবার ডিএনএ আলাদা। এখানেই আমরা সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করতে হয়।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদ হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং সভাপতি অধ্যাপক ড. লায়লা খালেদা।
অনুষ্ঠানের প্রথম পর্যায়ে কুইজ, পোস্টার প্রদর্শনী, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ডকুমেন্টারি ভিডিও প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বিবার্তা/মহসিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]