
বিগত ২৪ ঘণ্টার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন কর্তৃক শিক্ষক সমিতির সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-কোষাধ্যক্ষ ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয় তালাবদ্ধ করেছে সংগঠনটি।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের এই তিনটি দপ্তর তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।
দপ্তর থেকে খোঁজ নিয়ে জানা যায়, তিনজনের কেউ সকাল থেকে দপ্তরে আসেন নি।
এই বিষয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, আমরা আল্টিমেটাম দিয়েছিলাম। সে সময় শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ে দাবি বাস্তবায়নের কোন পদক্ষেপ না নেয়ায় আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তিন দপ্তরে তালা দিয়েছি।
বিবার্তা/প্রসেনজিত/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]