শিরোনাম
যারা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে এগিয়ে যেতে পারে তারাই স্মার্ট নাগরিক: উপাচার্য
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১৫:১৩
যারা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে এগিয়ে যেতে পারে তারাই স্মার্ট নাগরিক: উপাচার্য
ঢা‌বি প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, যে মানুষ প্রতিকূল ও বৈরী পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে এবং সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারে তারাই স্মার্ট নাগরিক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সকল চ্যালেঞ্জ প্রজ্ঞা ও সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন এবং বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ- বিদেশের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন।


২ অক্টোবর, সোমবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে কলা অনুষদ আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।


কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর, এমপি।


স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অসাম্প্রদায়িক, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড সহায়ক ভূমিকা রাখে। অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সকল বাধা দূর করে ট্রান্সজেন্ডার ও খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করেছে।


উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নিয়মিত সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করার জন্য উপাচার্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


বিবার্তা/ছা‌ব্বির/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com