শিরোনাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ অধিবেশনের শ্রেষ্ঠ প্রতিনিধি দল ঢাবি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ২২:২১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ অধিবেশনের শ্রেষ্ঠ প্রতিনিধি দল ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ অধিবেশন ২০২৩’-এ দ্বিতীয়বারের মতো 'শ্রেষ্ঠ প্রতিনিধি দল' উপাধি পেল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল 'ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন’।


৩০ সেপ্টেম্বর, শনিবার সাভার গলফ ক্লাবে এই অধিবেশনের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।


২৮-৩০ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী এই অধিবেশনে যুক্তি তর্ক ও কূটনৈতিকতার সাথে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগদান করে প্রায় ৩০০ শিক্ষার্থী। এবারের অধিবেশনে মোট ৮টি কমিটি ছিল যেখানে মূল প্রতিপাদ্য অনুসারে শিক্ষার্থীরা পরিবেশ নিরাপত্তা, ভবিষ্যতে পরিবেশের রক্ষণাবেক্ষণ এবং বৈজ্ঞানিক ভাবে পরিবেশ এর সমস্যা সম্পর্কে বিভিন্ন সমাধান গ্রহণ করেছেন।


ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের প্রায় ৪০জনের একটি দলের শিক্ষার্থীরা বিভিন্ন কমিটিতে তাদের গবেষণা, কূটনৈতিক দক্ষতা ও যুক্তির পারদর্শিতার মধ্য দিয়ে অর্জন করেছে এই অধিবেশনের সবচেয়ে বেশি সংখ্যক অ্যাওয়ার্ড। এর মধ্য দিয়ে মোট ১২ জন এর অ্যাওয়ার্ড এর হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন টানা দ্বিতীয়বারের মতো অর্জন করে নিলো অধিবেশনের ‘শ্রেষ্ঠ প্রতিনিধি দল’ এর উপাধি। ১২ জনের মধ্যে ২ জন শ্রেষ্ঠ প্রতিনিধি, ৩ জন অসাধারণ প্রতিনিধি এবং ৭ জন বিশেষ উল্লেখযোগ্য প্রতিনিধির পদ অর্জন করেন।


পরপর দুইবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন এর শ্রেষ্ঠত্ব অর্জনের ব্যাপারে সভাপতি এস এম নাহিয়ান বলেছেন, ‘প্রতিটি অর্জন আমাদেরকে নতুনভাবে আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলে। জানার আগ্রহ এবং সংগঠন এ নিয়মিত অনুশীলন এর মাধ্যমেই আমাদের সদস্যরা এ বিষয়ে পারদর্শিতা অর্জন করেন।’


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী জনাব তাজুল ইসলাম, ইউএনাইসি এর সাবেক কর্মকর্তা ড. মনিরুজ্জামান, এবং সংগঠনটির প্রাক্তন সদস্যগণ।


বিবার্তা/ছাব্বির/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com