২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাবি
প্রকাশ : ০২ জুন ২০২৩, ১৬:৫৫
২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাবি
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত মোট ২৯ দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ থাকবে।


বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ৭ জুন (বুধবার) থেকে ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে অফিসসমূহে ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন বন্ধ এবং ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বন্ধ থাকবে। তবে অতি জরুরি বিভাগসমূহ যেমন, পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা ও টেলিফোন প্রভৃতি যথারীতি চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এছাড়া উপাচার্যের দপ্তর, উপ-উপাচার্য দপ্তর, কোষাধ্যক্ষ দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, আবাসিক হলসমূহ, ছাত্র-উপদেষ্টা দপ্তর, প্রক্টর অফিস, জনসংযোগ দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, হিসাব অফিস, প্রকৌশল দপ্তর, পরিবহন দপ্তর ও স্টুয়ার্ড শাখায় ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ন্যূনতম প্রয়োজনীয় জনবল রোস্টার ডিউটি পালন করবেন। রোস্টার ডিউটির অফিস সময়সূচি হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।


বিবার্তা/সউদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com