শিরোনাম
বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান করতে বাধা দেয়াসহ নানা দুর্নীতিতে অভিযুক্ত নোবিপ্রবি ভিসি!
প্রকাশ : ০১ জুন ২০২৩, ২৩:৫০
বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান করতে বাধা দেয়াসহ নানা দুর্নীতিতে অভিযুক্ত নোবিপ্রবি ভিসি!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলমের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনুষ্ঠান করতে বাধা দেয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে।


গত ২ মে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাজজাদুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।


এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের ছায়ালিপি সংযুক্তিসহ নির্দেশক্রমে প্রেরণ করা হলো।


বিবার্তা/রাসেল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com