মার্কিন নতুন ভিসা নীতি : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শীর্ষক সেমিনার আগামীকাল
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৭:০৪
মার্কিন নতুন ভিসা নীতি : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শীর্ষক সেমিনার আগামীকাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের (ইআরডিএফবি) উদ্যোগে মার্কিন নতুন ভিসা নীতি : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।


২ জুন (শুক্রবার) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম অডিটোরিয়ামে (৩য় তলা) এই সেমিনার অনুষ্ঠিত হবে।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।


মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী। সেমিনারে উদ্ধোধনী বক্তব্য রাখবেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান। সেমিনারে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।


সেমিনার সঞ্চালনা করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।


বিবার্তা/রাসেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com